প্রকাশের সময়: রবিবার, ২৫ মে, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২৬ মে, ২০২৫

আখাউড়ায় ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট ও পরোয়ানাভুক্ত আসামী সহ গ্রেফতার ৯

প্রকাশের সময়: রবিবার, ২৫ মে, ২০২৫

লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় অভিযানকালে এস.আই মোঃ নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালীন সময়ে ২৪/০৫/২০২৫ ইং তারিখ, রাত ৯টা ৪৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভা ৭নং ওয়ার্ড দেবগ্রাম মুন্সিবাড়ী পান্না এর দুই চালা টিনের ঘর এর পূর্ব পাশের কক্ষ(রুম), যাহা আসামী মোঃ মাইন উদ্দীন এর ভাড়া ঘর হইতে ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ মাইন উদ্দীন(৩০), পিতা-আব্দুল কালাম, মাতা-মমতাজ বেগম, সাং-ইটনা, ইউপি-মনিয়ন্দ, বর্তমানে সাং-দেবগ্রাম(মুন্সিবাড়ী, পান্নার ভাড়াটিয়া), পৌরসভা, ৭নং ওয়ার্ড, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। থাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।

অপর অভিযানকালে এসআই(নিরস্ত্র) সুমন কান্তি দে, এএসআই মোঃ আলতাব হোসেন, এএসআই মোঃ ইকবাল হোসেন- এএসআই ধীমান বড়ুয়া, এএসআই মোঃ মাইন উদ্দিন, এএসআই মোঃ ইকবাল হোসাইন- এএসআই মোঃ কামরুল হাসান, এএসআই মোঃ জহিরুল ইসলাম, এএসআই মোঃ হিমন ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ সিআর নং-১০৮/২৫ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০১। মাইন উদ্দিন, পিতা-খেলু মিয়া, ০২। সম্রাট(২৫), পিতা-শহিদ মিয়া, ০৩। রুহুল আমিন, পিতা-খেলু মিয়া, ০৪। আনু বেগম, স্বামী-শহিদ মিয়া, সর্বসাং-বড় গাঙ্গাইল গোপালপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া,

সিআর-৭৮৭/২৪(নবীনগর) এর ওয়ারেন্টভুক্ত আসামী ০৫। মোঃ জয়নাল ভূইয়া, পিতা-মৃত ধন মিয়া, সাং-টনকী, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, সিআর-৪২৭/২৪ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০৬। কালাম মিয়া, পিতা-মৃত ফয়েজ মিয়া, সাং-উমেদপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, জিআর-৮৭/২০ ও জিআর-১৭২/১৭ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০৭। মোঃ ফোরকান মিয়া, পিতা-জহির মিয়া, সাং-টানমাইন্দাইল, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, সিআর-২২৫/২৫ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০৮। মোতালেব(৫২), পিতা-আমির হোসেন, সাং-রুটি, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে অভিযান করিয়া গ্রেফতার করা হয়।আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামি দেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন