
শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলিদের গণহত্যার প্রতিবাদে হেযবুত তাওহীদের মানববন্ধন ও গণ সংযোগ অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল ১০টায় গাইবান্ধা ডি বি রোড আসাদুজ্জামান মার্কেট সংলগ্ন প্রধান সড়কে সংগঠনের হেজবুত তাওহীদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।হেযবুত তওহীদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি জাহিদ হাসান মুকুল এর সভাপতিত্বে ও সদর উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন রাজশাহীর বিভাগীয় সহকারী আমির আশেক মাহমুদ, হেজবুত তাওহীদ ফুলছড়ি উপজেলার সভাপতি মাহবুবুর রহমান,হেজবুত তাওহীদ রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম, গাইবান্ধা জেলা হেজবুত তাওহীদের রাজনৈতিক বিষয়ক সম্পাদক আক্তার হোসেন ওপেল প্রমুখ।রাজশাহী বিভাগীয় আমির আশেক মাহমুদ তার বক্তব্যে বলেন, গাজায় গণহত্যা ও মানবিক বিপর্যয়ের ঘটনা গোটা মুসলিম বিশ্বের সরকার, বিশ্ব মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, ওআইসি, আরব লীগ সহ অন্যান্য মানবাধিবার সংস্থা শুধু দেখেই যাচ্ছে। এখন পর্যন্ত কোনই উদ্যোগ গ্রহণ করেনি। বিশ্বের সকল মুসলমানদের এই দুর্গতি থেকে রক্ষা করতে এক নেতার নেতৃত্বে আল্লাহ তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে। তিনি ফিলিস্তিনে ইসরায়েলিদের বর্বরোচিত গণহত্যা বন্ধে দ্রুত জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।