প্রকাশের সময়: শনিবার, ২৪ মে, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২৫ মে, ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে ভেলা থেকে পরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশের সময়: শনিবার, ২৪ মে, ২০২৫

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে পৌরশহরের বৈরীহরিণমারী গ্রামে বাড়ির পাশের জমিতে ধানক্ষেতে ভেলা নিয়ে খেলছিল দুই শিশু।খেলার একপর্যায়ে ভেলা থেকে পরে গিয়ে ধান ক্ষেতের পানিতে ডুবে দুই শিশু আবিদ (৭) এবং লাবিব (৮) এর মৃত্যু হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,২৪ মে শনিবার দুপুর ২টায় পলাশবাড়ী পৌরশহরের বৈরীহরিণমারী গ্রামের ধানক্ষেতের পানিতে পড়ে এ দুই শিশু মারা যান।আবিদ ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলেএবং লাবিব একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।ওই দুই শিশু তাদের বাড়ির পাশে ধানক্ষেতের পানিতে ভাসমান কলাগাছের ভেলায় চড়ে তারা খেলা করছিল। এসময় ভেলা থেকে পড়ে পানিতে ডুবে গিয়ে তারা নিখোঁজ হয়।সাঁতার না জানায় তারা আর ভেলায় উঠতে পারেনি।পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান করেও তাদের খুঁজে পেতে ব্যর্থ হন।অবশেষে দুপুর আড়াইটার দিকে পুকুরে ভাসমান।অবস্থায় শিশু দু’টির মরদেহ উদ্ধার করেন অভিভাবকরা।পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন