
লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ২৩/০৫/২০২৫ ইং তারিখ, রোজ শুক্রবার দুপুর অনুমান ০১.২০ ঘটিকার সময় বাড়ির সকল পুরুষ লোক জুম্মার নামাজ পড়তে মসজিদে চলে গেলে সেই সুযোগে আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ, নারায়ণপুর জয়নাল আবেদিন এর ভিটি পাকা চৌচালা টিনসেড বিশিষ্ট বসত ঘরে প্রবেশ করে ০২ জন ছিনতাইকারী, ফরিদা ইয়াছমিন(৫৫), স্বামী-মোঃ জয়নাল আবেদীন, সাং-নারায়নপুর থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এর নিকট পানি খাইতে চাইলে ০২ জন ছিনতাইকারীকে ঘরের দরজায় রেখে ঘরের ভিতরে পানি আনতে গেলে ছিনতাইকারী ঘরের ভিতরে ডুকে একটি ব্যাগ থেকে ০২ টি ধারালো ছুরি বের করিয়া উভয় বিবাদীকে খুনের ভয়ভীতি দেখাইয়া চুপ থাকিতে বলে এরং মুখে কষ্টেপ প্যাঁচিয়ে, রশি দিয়ে হাত পা বেধে গামছা দিয়ে চোখ বাঁধে। এরপর বাড়ির মালিক ফরিদা ইয়াছমিন(৫৫) এর গলায় পরিহিত ০১ টি ২২ ক্যারেটের ০৯ আনা ০৫ রতি ০৩ পয়েন্ট এর গলার স্বর্নের চেইন এবং ২ টা কানে পরিহিত এক জোড়া ২২ ক্যারেটের ০৭ আনা ০১ রতি ০৩ পয়েন্ট স্বর্নের গলার চেইন খুলে নেয়। এরপর ছিনতাইকারী ঘরে নগদ টাকা খোঁজাখুঁজি করিয়া না পাইয়া বাড়ির মালিক ফরিদা ইয়াছমিনকে ভয়ভীতি দেখাইয়া চুপ থাকতে বলিয়া ঘর থেকে বের হইয়া যায়। বাড়ির মালিক ফরিদা ইয়াছমিন হাতের রশি ও চোখের ও মুখের বাঁধন খুলিয়া দৌড়াইয়া ঘর থেকে বের হইয়া ডাক চিৎকার করিতে থাকিলে স্থানীয় লোকজনের সহায়তায় ১। মোঃ সাইফুল ইসলাম সানি(২৪), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-মোছাঃ মুক্তা আক্তার, সাং-চন্ডিদ্বার, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। মোছাঃ সুমাইয়া আক্তার(১৯), স্বামী-মোঃ সাইফুল ইসলাম সানি, পিতা-নাছির মিয়া, মাতা-জুলেখা বেগম, স্থায়ী সাং-চকচন্দ্রপুর, বর্তমানে সাং-চন্ডিদ্বার, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।এদেরকে আটক করে। পরবর্তী আখাউড়া থানা পুলিশকে সংবাদ দিলে এসআই(নিরস্ত্র) মোঃ বাবুল মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত আসামীদ্বকে গ্রেফতার করে এবং ছিনতাইকৃত চেইন, কানের দুল, আসামীদ্বয়ের নিকটে ব্যাগে থাকা ০২ টি ছুরি, ০১ টি স্কচটেপ, ০২ টি হ্যান্ড গ্লাভস এবং বাঁধার কাজে ব্যবহৃত ০১ টি রশি, ০১ টি গামছা ও ০২ টুকরা কষ্টেপ জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত ছিনতাই সংক্রান্তে আখাউড়া থানায় মামলা রুজু করা হয়।
অফিসার ইনচার্জ ওসি মোঃ ছমিউদ্দিন জানান,
আসামি গানকে আদালতে প্রেরণ করা হয়েছে।