প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

নন্দীগ্রাম উপজেলা পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন বিভিন্ন অনুদান

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে নন্দীগ্রাম উপজেলা পরিষদ পরিদর্শনে আসেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।
২২শে মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম (সদর) ইউনিয়নের তেঘরী মাঠে কম্বাইন্ড হারভেস্টার দ্বারা বোরো ধান কর্তন ও মাঠ দিবস কার্যক্রমের উদ্বোধন করেন। উক্ত কার্যক্রম উদ্বোধন শেষে নন্দীগ্রাম পৌরসভা ও পৌর ডিজিটাল সেন্টার পরিদর্শনে যান জেলা প্রশাসক। পরিদর্শন শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তররের উপপরিচালক শাহ মোঃ শামসুদ্দীন ফিরোজ এর সভাপতিত্বে (পার্টনার কংগ্রেস) এর আওতায় কৃষক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
এরপর উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে জেলা প্রশাসক হোসনা আফরোজা উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা মূলক উপকরণ সেনেটারি ন্যাপকিন, উপজেলার গরীব, অসহায় ও দুস্থ মায়েদের মাঝে শিশু খাদ্য, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, দুস্থ ও অসহায় কর্মজীবী মহিলাদের মাঝে সেলাই মেশিন, দরিদ্র কৃষকদের মাঝে বালাইনাশক স্প্রে মেশিন, উপজেলার গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের মাঝে টর্চ লাইট, লাঠি, বাঁশি উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল ডাস্টবিন এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদানের জন্য এক মিলিঃ সিরিঞ্জ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন।
পরে উপজেলা শিশু পার্কের সংস্কার কর্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধন শেষে নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উপজেলা ভূমি অফিস এবং ৫নং ভাটগ্রাম ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শেষে জেলা প্রশাসক বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন