
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) কাউনিয়া উপ-শাখার সহযোগিতায় বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল এর তত্ত্বাবধানে ৪ দফা দাবীতে কাউনিয়া গার্লস স্কুল মোড় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচি শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি কাউনিয়া উপজেলা শাখার সভাপতি শাহ্ রাজু, সাধারণ সম্পাদক শামীম হোসেন, সহ-সভাপতি মোঃ সাইদুল ইসলাম,মন্টু মিয়া, সদস্য সিদ্দিক মন্ডল, সুমন মিয়া, রেজাউল, জিয়া, মতিউর রহমান, মজিবুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে চাকরি দাবী, ঔষধের কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুততার সাথে উত্তোলন এবং ফেরত প্রদান করতে হবে ড্রাগ লাইসেন্সবিহীন দোকানে কোম্পানি কর্তৃক ঔষধ প্রদান বন্ধ করতে হবে।