প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

লালমনিরহাটের পাটগ্রামে দেড় যুগ পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

সাঈদ হাসান,লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে দীর্ঘ দেড় যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাটগ্রাম উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২১ মে) সকাল ১২টা সময় পাটগ্রাম উপজেলা শহীদ আবু সাঈদ অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বেলুন ও পায়রা উরানোর মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়।এর আগে, উপজেলার ৭ ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকেরা শোভাযাত্রা ও শ্লোগান নিয়ে অডিটোরিয়াম চত্বরে উপস্থিত হয়। প্রথম অধিবেশনে পাটগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক, আলহাজ্ব আব্দুল করিম প্রধানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু,সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও সভাপতি আলোকিত লালমনিরহাট জেলা বিএনপি। উদ্বোধক, হিসেবে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও লালমনিরহাট জেলা বিএনপি’র নেতৃবৃন্দ ও পাটগ্রাম উপজেলার ৭ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন.এ সময় ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, আমরা যে যার অঞ্চলে আছি বিএনপির প্রতিনিধি, আমরা কিন্তু খালেদা জিয়ার প্রতিনিধি, আমরা তারেক রহমানের প্রতিনিধি, আমরা বিএনপির প্রতিনিধি তাই আমাদের আচার-আচরণ চালচলনে যেন কোন বিকৃতি হয়ে না পড়ে। আমরা যেন জনগণের আস্তা না হারাই, আমরা যেন জনগণের ভালোবাসা না হারাই প্রতিমুহূর্তেই এই বিষয়টি মাথায় রাখতে হবে।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, এখনো আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র চলছে। সীমান্তের গুলি করে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে ।এখনো তিস্তার সমস্যা সমাধান হচ্ছে না, ফারাক্কার সমস্যা সমাধান হচ্ছে না। আবার মানবিক কড়িডর দেওয়ার চিন্তা করছেন । আবার বঙ্গ বেসরকারি ভাবে দেওয়ার চিন্তা করছেন। কিন্তু এগুলো আমাদের দায়িত্ব না এগুলো নির্বাচিত সরকারের দায়িত্ব। আর সংবিধান সংশোধন করবে কারা জনগণের ম্যান্ডেট পাওয়ারেরা। আসুন আপনাদের আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি আমাদের কিছু কিছু উপদেষ্টার ধারণা হচ্ছে তারা ৫ বছর থাকবে। শেখ হাসিনাও বলেছে আজীবন থাকবো যতদিন বেঁচে আছি তার বাবাও বলেছিল কেউ থাকতে পারে নাই, আপনারাও সময় মতো সিদ্ধান্ত নিতে না পারলে আপনারাও থাকতে পারবেন না।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন