
বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নে ‘আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে দুই বান্ডেল টিন বিতরণ করা হয়েছে। এই মহৎ কাজটি সম্পন্ন হয় প্রবাসী পক্ষ থেকে আগত অনুদানের মাধ্যমে।এতে বিশেষ ভূমিকা রাখেন দক্ষিণপাড়া ইউনিয়ন ওলামা পরিষদের সহ-সভাপতি মাহমুদুল হাসান শামীম। উপস্থিত ছিলেন মোকামতলা মাজার মসজিদের সম্মানিত মোয়াজ্জেম আব্দুল আলীম, সমাজসেবক আরিফ ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আয়োজকরা জানান, “এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা হলেও আমরা বিশ্বাস করি, সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে। আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি যেন এই কাজগুলো কবুল করেন।” (আমিন)মানবিক এ সহায়তায় উপকৃত পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে, আর এলাকাবাসীও প্রশংসা করেছেন এমন উদ্যোগকে। এই ধরনের কার্যক্রম সমাজে সৌহার্দ্য, সহানুভূতি ও সহযোগিতার চেতনা আরও জাগ্রত করবে বলে সকলের প্রত্যাশা।