প্রকাশের সময়: বুধবার, ২১ মে, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

কাউনিয়ায় বিদেশ ফেরতদের পুনরেকএীকরণ বিষয়ক সচেতনতামূলক সভা

প্রকাশের সময়: বুধবার, ২১ মে, ২০২৫

জহির রায়হান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক প্রত্যাশা-২ প্রকল্পের বাস্তবায়নে, রংপুরের কাউনিয়া উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা কাউনিয়ার শহীদবাগ স্কুল এন্ড কলেজ হল রুমে বুধবার বিকালে অধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকএীকরণ সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক রংপুর জেলা সমন্বয়ক একেএম জাহেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা কো-অডিনেটর শাহ মোঃ খায়রুল হাসান, প্রত্যাশা আলো পত্রিকার সম্পাদক ও প্রবাস বন্ধু ফোরামের সাধারন সম্পাদক সারওয়ার আলম মুকুল। বক্তব্য রাখেন রিসোর্স পারসন ও কাউনিয়া উপজেলা প্রোগাম অর্গানাইজার মোকাররম হোসেন প্রমূখ। সভায় শহীদবাগ স্কুল এন্ড কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ ৭০ জন উপস্থিত ছিলেন। সচেতনতামূলক সভায় কুইজ প্রতিযোগিতায় ১৫জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন