
গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নির্দেশনায় একটি সফল অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার পলাতক ৫ আসামিকে গ্রেফতার করেছে গাবতলী থানা পুলিশ। সোমবার (২০ মে) এই অভিযান পরিচালিত হয় এবং গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১. মোঃ আইয়ুব আলী আকন্দ (৪৭) – পিতা: মৃত আজহার আলী আকন্দ, সাং: সাঘাটিয়া দক্ষিণপাড়া, থানা: গাবতলী, জেলা: বগুড়া; মামলা নং- ১০(৯)২৪ এর আসামি।
২. মোছাঃ নুরজাহান বেগম – স্বামী: বজলু সরকার, সাং: ইউনচুরখী, থানা: গাবতলী, জেলা: বগুড়া; মামলা নং- ৫৫০সি/২৪ এর আসামি।৩. মোছাঃ চায়না – স্বামী: বাবু, সাং: পার রানীর পাড়া, থানা: গাবতলী, জেলা: বগুড়া; মামলা নং- ২৯সি/২৫ এর ওয়ারেন্টভুক্ত আসামি।৪. মোঃ আব্দুল্লাহ মীম (১৭) – পিতা: মোঃ রইচ উদ্দিন, সাং: বাওইটোনা, থানা: গাবতলী, জেলা: বগুড়া; মামলা নং- ২১, তারিখ- ১৮/৫/২৫ এর আসামি।৫. মোঃ এরশাদ (৪২) – পিতা: মৃত ছায়েদ জামান, গ্রাম: সোনারায়, থানা: গাবতলী, জেলা: বগুড়া; জিআর নং-১০৯/২১ এর ওয়ারেন্টভুক্ত আসামি।গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। গাবতলী থানার ওসি সেরাজুল হক বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় গাবতলী থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”স্থানীয়দের মাঝে এ ধরনের অভিযানে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে। গাবতলী থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।