প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

চাটমোহরে কয়েক ঘণ্টার ব্যবধানে আরো পাঁচ গরু চুরি

প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

গৌর ব্যানার্জী,চাটমোহর(পাবনা)প্রতিনিধি-
মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আরো পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নে। চোরের দল বামনগ্রাম এলাকার তইজুদ্দিন প্রামানিকের ছেলে কৃষক তোফাজ্জল হোসেনের গোয়াল ঘর থেকে ছোট বড় পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় সোমবার দিবাগত রাতে। চুরির ঘটনা বুঝতে পেরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া ও চোরের গাড়ির পিছু নিলেও জীবন ভয়ে আটকানো যায়নি চোরের দলকে। তোফাজ্জল হোসেনের চাচাতো ভাই পশু চিকিৎসক সেকেন্দার আলী জানান, সোমবার দিবাগত রাত দুইটার দিকে তোফাজ্জল হোসেনের গোয়ালঘর থেকে দুইটি দুধের গাভী, ১৩ দিনের একটি বাছুর, ও প্রায় প্রাপ্তবয়স্ক একটি ষার গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। ৫/৬ জনের দলটি গোয়াল ঘর থেকে গরু গুলো বের করে গাড়িতে তোলার সময় বুঝতে পারে এলাকাবাসীর। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এবং মোটরসাইকেল নিয়ে পিকআপ ভ্যানটির পিছু নিলেও জীবন ভয়ে কেউ আটকাতে পারেনি চোরের দলকে। চলে যাওয়া গরু গুলোর মূল্য আনুমানিক ৪ লক্ষ টাকা। পরে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে চাটমোহর থানা পুলিশ। অপরদিকে পার্শ্ববর্তী থানা বড়াইগ্রাম পুলিশকে জানানো হয় ঘটনাটি।এদিক নিয়মিত গরু চুরির ঘটনায় চাটমোহর উপজেলার প্রান্তিক কৃষকরা আতঙ্কের মধ্যে আছে। বিষয়টি নিয়ে থানা পুলিশ সহ সর্বস্তরের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন প্রান্তিক কৃষকরা।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন