
গণঅধিকার পরিষদ (জিওপি) রংপুর বিভাগীয় সমন্বয় পরিষদ গঠন করেছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নতুন করে গঠিত সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক হানিফ খান সজিব, যিনি গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য। সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাঈদুল মোহার, যিনি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। এছাড়াও সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ইউসুফ আলী, হাফিজুর রহমান সরকার, হাজী মোঃ কামাল হোসেন, শাহজাহান চৌধুরী, বিশিষ্ট আমিনুল ইসলাম (আমিন), এবং মোঃ আশরাফুল আলম।
কমিটির সমন্বয়করা হলেন- গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ মোনাফ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক ইব্রাহিম খোকন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসাইন, সদস্য হাজী মো. কামাল হোসেন, শাহজাহান চৌধুরী, বিএম আমিনুল ইসলাম (আমিন), আশরাফুল আলম আশরাফ!
নবগঠিত কমিটি সম্পর্কে হানিফ খান সজিব বলেন “২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনসহ দেশের গুরুত্বপূর্ণ সব আন্দোলনে আমরা সম্মিলিত ভাবে রংপুরকে ঐক্যবদ্ধ রেখেছি। ২০২৪ সালের জুলাই-আগস্টের বিপ্লবেও আমাদের নেতৃত্ব ছিল দৃঢ়। বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, রংপুর অঞ্চল বর্তমানে নেতৃত্বশূন্য। যার ফলে এখানকার মানুষের অর্থ-সামাজিক উন্নয়ন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। আমরা চাই অবহেলিত রংপুরকে এগিয়ে নিতে তরুণ নেতৃত্বের বিকাশ ঘটাতে এবং গণঅধিকার পরিষদকে একটি গণমানুষের আস্থা ও বিশ্বাসের রাজনৈতিক দলে রূপান্তরিত করতে।
গণঅধিকার পরিষদ সাম্প্রতিক সময়ে তৃণমূল ও বিভাগীয় পর্যায়ে দলীয় কাঠামো শক্তিশালী করতে ধারাবাহিকভাবে সংগঠন পুনর্গঠন করছে।