প্রকাশের সময়: সোমবার, ১৯ মে, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

গাবতলী মডেল থানার অভিযানে বিস্ফোরক আইনের মামলার আসামিসহ তিনজন গ্রেফতার

প্রকাশের সময়: সোমবার, ১৯ মে, ২০২৫

বগুড়ার গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের দিকনির্দেশনায় ১৯ মে ২০২৫ সোমবার রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এই অভিযানে সাব-ইন্সপেক্টর মো: শরিফুল ইসলাম, রিপন চন্দ্র বর্মন, জাহাঙ্গীর আরিফ, সহকারী এসআই মনিরুল ইসলাম ও কামরুল হাসানসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার অন্যতম অভিযুক্ত আব্দুল মজিদ (৫৮), যিনি গাবতলী সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৃত নজির হোসেনের পুত্র, সাং-চক সেকেন্দার, থানা-গাবতলী, জেলা-বগুড়া, তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও দুইজন আসামিকেও বিভিন্ন এলাকা থেকে আটক করে পুলিশ।গ্রেফতারকৃতদের ১৯ মে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক। তিনি আরও জানান, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন