প্রকাশের সময়: সোমবার, ১৯ মে, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

আখাউড়া থানা পুলিশের অভিযানে ৪ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশের সময়: সোমবার, ১৯ মে, ২০২৫

লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া অভিযানকালে এসআই(নিরস্ত্র) মমিন হোসেন, এসআই(নিঃ) জহিরুল হক, এসআই(নিঃ) আশিস সূত্রধর, এএসআই(নিঃ) আনিছুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জিআর-৪২/২৩ এর সাজা ওয়ান্টেভুক্ত আসামী ১। শিপন মিয়া, পিতা-মৃত মোঃ দুলাল মিয়া, মাতা-হাজেরা বেগম, সাং-নুরপুর, বর্তমানে মালদারপাড়া দুলাল মিয়ার বাসার ভাড়াটিয়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। জিআর-৩৫৫/২০ এর সাজা ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ রমজান মিয়া, পিতা-মৃত রফিকুল ইসলাম, সাং-আমোদাবাদ(মধ্যপাড়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৩। সিজেএম-৫৫১/২৩, জিআর-১১/২৩ মোঃ কামাল হোসেন, পিতা-মৃত ছিদ্দিকুর রহমান প্রকাশ মুন মিয়া, সাং-দক্ষিণ মৌড়াইল, বাসা নং-৮০৫-০০, এ/পি-মসজিদপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের পিছনে থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৪। জিআর-৩৫৫/২০ সুমন মিয়া, পিতা-মৃত মন্নাফ, সাং-আমোদাবাদ, থানা-আখাউড়া,জেলা-ব্রাহ্মণবাড়িয়াগণদেরকে থানা এলাকা হইতে পৃথক পৃথক অভিযান গ্রেফতার করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন