প্রকাশের সময়: রবিবার, ১৮ মে, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন কে হত্যার হুমকি

প্রকাশের সময়: রবিবার, ১৮ মে, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)র সদস্য সচিব আখতার হোসেন ও তার পরিবার পরিজন কে খুন করার হুমকি দিয়েছে বুলেট (ছন্দনাম)নামে এক ব্যক্তি। ওই ব্যক্তি ডাক যোগে চিঠিটি দিয়ে এ খুনের হুমকি দিয়েছেন।
শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে কাউনিয়া উপজেলার ভায়ারহাট পোস্ট অফিসের পিয়ন আখতার হোসেনের বড় ভাই মোহাম্মদ আলীর হাতে এ চিঠিটি হস্তান্তর করেন। চিঠির প্রেরকের নাম বুলেট পিতার নাম আইয়ুব আলী, গ্রাম: বিশ্বনাথ, ডাক:টেপামধুপুর,উপজেলা: কাউনিয়া,জেলা :রংপুর। মোবাইল নম্বর ০১৭১৩৩৭৩৮০০ প্রাপকের নামের ছিল মোহাম্মদ আলী, পিতা ছালামত উল্লাহ, গ্রাম: সদরাতালুক,পোস্ট ভায়ার হাট,উপজেলা :কাউনিয়া জেলা: রংপুর। আখতার হোসেনের বড়ভাই মোহাম্মদ আলী চিঠি টি বাড়িতে নিয়ে গিয়ে সবার সামনে খাম খুলে চিটি পড়ে দেখেন আখতার হোসেন ও পরিবার পরিজনজন কে নিজ গ্রামের যে কোন স্থানে বা কাউনিয়া এলাকায় খুন করা হবে। চিটিতে আরো লিখেছেন আমি আশা করি,আপনারা আমার এই অনুরোধ কে গুরুত্বের সাথে গ্রহন করবেন এবং ভবিষ্যতে এ ধরনের কোন কাজে আর জড়িত হবেন না। ইতিমধ্যে যে সব অপরাধ করেছেন তার জন্য আপনাদের কে রাস্তা ঘাটে খুন খারাবি সহ নানা ধরনের হয়রানিমূলক ঝামেলায় পড়তে হবে। আখতার কে রংপুর অথবা গ্রামের বাড়ির বাজার, কাউনিয়া অথবা যেকোন জায়গায় খুন করা হবে। এটা অগ্রিম জেনে নিন ও সার্তক হোন।এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন তাঁর ফেসবুক আইডিতে লিখেছেন ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিজন কে খুন করার হুমকি দিয়েছে। চিঠি প্রেরকের ছদ্মনাম বুলেট। চিঠিটা ডাকপিওন শুক্রবার (১৬ মে)রাতে বড় ভাইয়ের কাছে দেয়। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিন্ত হয়ে আছেন। যেখানে পাবে,সেখানে খুন করবে,ঝামেলায় ফেলবে এমন হুমকি।
তিনি আরো লিখেছেন বোনাস লাইফ লিড করতেছি। মৃত্যু কয়েক বার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি। কখনো হবোনা। ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা।আখতার হোসেনের ভাই আরিফ হোসেন বলেন চিঠি পেয়ে আমরা ভীতিকর পরিস্থিতিতে আছি। কাউনিয়া থানা ও ডিবি পুলিশ বাড়িতে এসে খোঁজ খবর নিয়ে গেছেন।
আখতার হোসেনের বড় ভাই মোহাম্মদ আলী শনিবার রাতে চিঠির বিষয় উল্লেখ করে কাউনিয়া থানায় একটি জিডি করেছেন। জিডি নং ৭৫৯ তাং ১৭-০৫-২০২৫
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল লতিফ শাহ বলেন জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)র সদস্য সচিব আখতার হোসেনের বড় ভাই মোহাম্মদ আলী শনিবার রাতে একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি গ্রহনের পরপরই আমি তাঁদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছি। পুলিশ গুরুত্বের সাথে বিষয়টি দেখছেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন