প্রকাশের সময়: শনিবার, ১৭ মে, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

কাউনিয়ার গাজীর হাট কারিগরি কলেজের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

প্রকাশের সময়: শনিবার, ১৭ মে, ২০২৫

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
গাজিরহাট উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের ম্যানেজিং কমিটির নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভায় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ভবেশ চন্দ্র বর্মন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সমাজ সেবক আলহাজ্ব শামসুল আলম , বিএনপি নেতা শাহিনুর আলম, ওয়াহেদুল ইসলাম, মিলন সংঘের সম্পাদক মলিন চন্দ্র বর্মনসহ অন্যান্য শিক্ষানুরাগি সুধীবৃন্দ ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। পরিচিতি সভায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। সভায় শিক্ষক শিক্ষিকাবৃন্দ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। অতিথিবৃন্দ বিদ্যালয়ের উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনামুলক পরামর্শ প্রদান করেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নবগঠিত কমিটির সভাপতি শহিদুল ইসলাম শিক্ষার মান উন্নয়নে শিক্ষক শিক্ষিকাদের সচেষ্ট হওয়ার আহবান জানান এবং উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন