প্রকাশের সময়: শনিবার, ১৭ মে, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৪ মে, ২০২৫

গাইবান্ধায় যৌথবাহিনীর অভিযানে ২ হ্যাকারের বাড়ী  থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার

প্রকাশের সময়: শনিবার, ১৭ মে, ২০২৫

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর এক অভিযানে চিহ্নিত দুই হ্যাকারের বাড়ি থেকে বিপুল পরিমাণ সিম কার্ড, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১৬ মে, ২০২৫) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার দরবস্ত ইউপির উত্তর সিংগা গ্রামে এ অভিযান চালায় যৌথবাহিনী। এসময় অভিযুক্ত হ্যাকার জুয়েলের বাড়িতে অভিযানকালে ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটার ও মনিটর, অ্যান্ড্রয়েড ফোন, বাটন ফোন, গ্রামীণ সিম, স্কুটো সিম, এয়ারটেল-রবি সিম, বাংলা লিঙ্ক সিম এবং নগদ কিছু টাকা উদ্ধার করা হয়।অপরদিকে অভিযুক্ত হ্যাকার রনির বাড়িতে অভিযানকালে কিছু সিম কার্ড, হার্ডডিক্স, পেন ড্রাইভ, পিসি,মনিটর, প্রিন্টার, রাউটার, সিসি ক্যামেরা, ডায়রী খাতা উদ্ধার করা হয়।যৌথ বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ মে) মধ্য রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে অভিযান চালানো হয়। পরিস্থিতি টের পেয়ে ওই গ্রামের চিহ্নিত হ্যাকার রনি মিয়া ও জুয়েল মিয়া পালিয়ে যায়। পরে তাদের বাড়ি থেকে ডেক্সটপ কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, প্রিন্টার, রাউটার, সিসি ক্যামেরা, ২২১৩টি বিভিন্ন কোম্পানির সিমকার্ড, নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।তারা গরীব অসহায় মানুষের বিভিন্ন সরকারি প্রণোদনার টাকা হাতিয়ে নিতো ঘরে বসে।এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন