প্রকাশের সময়: শনিবার, ১৭ মে, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

আখাউড়া স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে খুন,স্ত্রী জান্নাত গ্রেফতার!

প্রকাশের সময়: শনিবার, ১৭ মে, ২০২৫

লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
আখাউড়ায় পৌরশহরে বিয়ের ১ সপ্তাহ না যেতেই স্বামী কে ঘুমের ওষুধ খাইয়ে বালিশ চাপায় খুন করলো ঘাতক স্ত্রী!জান্নাত আক্তার। পুলিশের কাছে আটক স্ত্রী!

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌরসভার মসজিদ পাড়া থেকে মোঃ হাসান মিয়া(২৮) নামে এক ফার্মেসী কর্মীকে স্ত্রী জান্নাত ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে বালিশ চাপা দিয়ে খুন করলো, নববধু জান্নাত আক্তার (২৩) ,

খবর পেয়ে ১৭/৫/২০২৫ ইং তারিখ আজ সকাল ভোর ৫ টার সময় হাসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাসানের পিতার নাম মোঃ আলফু মিয়া। হাসান পৌরসভার মসজিদ পাড়ার ইসমাইল সরদারের বাড়িতে ভাড়া থাকতেন। গত এক সপ্তাহ আগে জান্নাত আক্তার কে বিয়ে করেন হাসান। ঘাতক স্ত্রী জান্নাত আক্তার, মোহাম্মদ আলীর কন্যা।

হাসান মসজিদ পাড়া রোকন খাদেমের সানি ফার্মেসীতে চাকুরী করতেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ছমিউদ্দিন বলেন, তাদের দূজনের এক সপ্তাহ আগে বিয়ে হয়েছে এবং পারিবারিক কলহের জের ধরে স্ত্রী জান্নাত আক্তার স্বামী হাসান মিয়া কে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে বালিশ চাপা দিয়ে হত্যা করে বলে জান্নাত আক্তার স্বীকার করেছে। কেন হত্যা করেছে, তদন্ত করছে পুলিশ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন