প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৪ মে, ২০২৫

গাইবান্ধার সাঘাটায়  বিদ্যুৎপৃষ্টে চাচা ভাতিজা সহ তিনজন নিহত

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটায় বাড়ী মেরামতের  কাজ করতে গিয়ে টিনের চালে  বিদুৎপৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জন নিহত হয়েছে।বৃহস্পতিবার  বিকালে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পশ্চিম কামালের পাড়া গ্রামে এ ঘটনা ঘটেনিহতরা হলেন সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পশ্চিম কামালের পাড়া গ্রামের একরাম আলীর ছেলে মোশারফ হোসেন  মকবুল হোসেনের ছেলে লিমন মিয়া ও সাহেব আলীর ছেলে ইয়াকুব আলী!সাঘাটা থানার ওসি বাদশা আলম জানান,  লিমন মিয়া তার বসতবাড়ীর ঘরের টিনের চালা পরিস্কার করার জন্য চালে উঠে । সেখানে বিদুতের সংযোগ লিকেজ হয়ে সম্পুর্ন চাল বিদুতায়িত  হয়ে আটকা পরে। পরে তাকে উদ্ধার করতে গিয়ে তার চাচা মোশাররফ হোসেন ও স্থানীয় যুবক ইয়াকুব এগিয়ে এলে তারা দুজনও বিদুৎপৃষ্টে হয়ে যায় । বিষয়টি টের পেয়ে বৈদুতিক মেইন সুইচ বন্ধ করে তাদের তিন জনকে সাঘাটা হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়।এ ঘটনায় নিহত মোশরাফের বাবা একরাম আলী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করছেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন