
লায়ন রাকেশ কুমার ঘোষ(স্টাফ রিপোর্টার)
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় থানা পুলিশের অভিযানকালে এস.আই(নিরস্ত্র) জহিরুল হক, এএসআই(নিঃ) মোঃ ইকবাল হোসাইন ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালীন সময়ে ইং-১৪/০৫/২০২৫ তারিখ, রাত ১০টা :৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ১নং মনিয়ন্দ ইউপিস্থ, কর্নেলবাজার হইতে ১০০ গজ পূর্ব পাশে তিন রাস্তার মোড়ের পাকা রাস্তার উপর হইতে (এক হাজার ছয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ সোহেল রানা(৩৫), পিতা-হুমায়ুন কবির, মাতা-শিরিনা আক্তার, সাং-বিরাসার(কবরস্থান সংলগ্ন আজিম বাড়ি), ইউপি-নাটাই, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। থাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানার মামলা নং-১৭, তাং-১৫/০৫/২৫খ্রিঃ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ রুজু করা হয়।
অপর অভিযানকালে এএসআই(নিরস্ত্র) আলতাব হোসেন, এএসআই(নিরস্ত্র) জহিরুল ইসলাম, এএসআই(নিঃ) মাইন উদ্দিন, ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সিআর-৬২৪/২৪(আখাউড়া), এর ওয়ারেন্টভুক্ত আসামী ১। মোঃ সেলিম ভূইয়া, পিতা-মৃত আকসু ভূইয়া, ২। মোছাঃ রানী বেগম, স্বামী-মোঃ সেলিম ভূইয়া, উভয় সাং-নয়াদিল, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, মেট্রো দায়রা মামলা নং-৩৭৮/১০ এর ওয়ারেন্টভুক্ত আসামী ৩। মোসাঃ নিপা, স্বামী-দুদ মিয়া, পিতা-গিয়াসউদ্দিন, সাং-কুড়িপাইকা, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৪। নরসিংদী থানার মামলা নং-৪০(৭)১৭ এর ওয়ারেন্টভুক্ত আসামী মোছাঃ রিনা বেগম, স্বামী-মোঃ দুলাল মিয়া, সাং-বাগানবাড়ী, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে আখাউড়া থানা এলাকা হইতে অভিযান করিয়া গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।