প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

লালমনিরহাটের চর গোকুন্ডায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৪ জন আহত

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের চর গোকুন্ডা গ্রামে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ ৪ জন আহত হয়েছেন। আহতদের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে লালমনিরহাট সদর উপজেলার চর গোকুন্ডা গ্রামের বাসিন্দা মন্তাজ আলীর সাথে প্রতিপক্ষ খয়বর হোসেন ও তার পুত্র আব্দুস সালামের পূর্ব শত্রুতার জের ধরে বিরোধ চলে আসছে। গত ১২ মে খয়বর আলী,তার স্ত্রী ছালেহা বেগম(৪৫) কন্যা খাদিজা বেগম(২৫) পুত্র আব্দুস সালাম(৩০)তার স্ত্রী কল্পনা বেগম(২৫)মানিক মিয়া তার স্ত্রী মাসুদা বেগম(২০)এবং মাহ আলম (৩৫) সংঘবদ্ধ হয়ে মন্তাজ আলী ও তার ভাই জুয়েল কে বাড়ির পাশে নিজস্ব জমিতে গরুর গোবর ফেলতে গেলে হামলা চালায়। এসময় মন্তাজ আলী ও তার ভাই জুয়েল কে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে এবং তাদের পকেটে থাকা ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। মারপিটের ঘটনায় আহত দু’ভাইযের চিৎকারে ছোট বোন নাহিদা বেগম এগিয়ে আসলে তার পড়নের কাপড় খুলে শ্লীলতাহানি ঘটায় এবং গলায় পরা আট আনার সোনার চেইন তারা ছিনিয়ে নেয় যার মূল্য ৭০ হাজার টাকা । এব্যাপারে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে। প্রতিপক্ষের লোকজন মন্তাজ আলী ও জুয়েলের পরিবারকে কে জীবন নাশের হুমকি প্রদান করে আসছে। এতে করে পরিবার দু’টির লোকজন জীবনের নিরাপত্তা হীনতায় ভূগছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন