প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

শৈলকুপায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ১০০ লিটার বাংলা মদ ধ্বংস

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

শহিদুজ্জামান বাবু, খুলনা ব্যুরো প্রধানঃ ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার সুইপার পট্টিতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ১০০ লিটার দেশীয় বাংলা মদ জব্দ ও তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার(১৩ মে) দুপুরে ঘন্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। অভিযানে থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই বিএম মনিরের নেতৃত্বে সেনাবাহিনীর টিম অংশ নেয়। অভিযানকালে স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরি করতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জানানো হয় এবং মাদক বিক্রি ও সেবন থেকে বিরত থাকার জন্য কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।
স্থানীয় এলাকাবাসী অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের পদক্ষেপে এলাকার যুবসমাজ রক্ষা পাবে। প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, “মাদক শুধু ব্যক্তি নয়, গোটা সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। আমরা এ ধরনের অভিযান অব্যাহত রাখব। মাদক ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন