প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

আখাউড়ায় ১৫ টি ট্রেনের টিকিট সহ ২ চিহ্নিত কালোবাজারি গ্রেফতার!

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গতকাল সোমবার ৬ টা ৪০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ, সড়ক বাজার পৌর মুক্ত মঞ্চের পূর্ব পাশে খালি জায়গায় পৌঁছা মাত্র পুলিশের উপস্থিতি টের পাইয়া একত্রে অবস্থানরত ৯/১০ জন লোক দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে অফিসার ও ফোর্সের সহায়তায় ০১। হিরণ মিয়া(৪৩), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-চরনারায়নপুর, বর্তমানে সাং-মালদারপাড়া, ০২। মজিবর মিয়া(৪৫), পিতা-মৃত সাদু মিয়া, সাং-বড় বাজার, উভয় থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’দ্বয়কে গ্রেফতার করা হয় এবং অপরাপর ৭/৮ জন দৌড়াইয়া পালাইয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের দেহ তল্লাশি করিয়া ০১। মহানগর এক্সপ্রেস(৭২১) ট্রেনের ০৪টি টিকেট, ০২। চট্টলা এক্সপ্রেস(৮০১) ট্রেনের ০৫টি টিকেট, ০৩। মহানগর গৌধুলী(৭০৩) ট্রেনের ০৩টি টিকেট, ০৪। উপকূল এক্সপ্রেস(৭১১) ট্রেনের ০২টি টিকেট, ০৫। মহানগর প্রভাতী(৭০৪) ট্রেনের ০১ টি টিকেট সহ সর্বমোট ১৫(পনের)টি টিকেট সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।এবং আসামিগণকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন