প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ মে, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

কাউনিয়ায় রাস্তার জমি নিয়ে বিরোধ ৫ মহিলা আহত

প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

কাউনিয়া উপজেলার চাঁনঘাট গ্রামে রাস্তার জমি নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষের হামলায় ৫ জন মহিলা আহত হয়েছেন। সেই সাথে গলায় থাকা স্বর্ণের চেইন ও আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে।থানায় অভিযোগ সূত্রে জানাগেছে উপজেলার পশ্চিম চাঁনঘাট গ্রামের বাসিন্দা মৃত্যু আব্দুর রহমানের পুত্র ফকর উদ্দিন (৫৩) এর সাথে একই গ্রামের মান্নান মিয়ার সাথে বিগত কয়েক বছর ধরে(৫৪) এর সাথে রাস্তার জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন ৩ মে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফকর উদ্দিনের বড় কন্যা ফাহমিদা আক্তার রিতু(২৪)বাড়ির পাশে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় প্রতিপক্ষ রুহুল মিয়া,তার স্ত্রী সাথী বেগম(২১) ভাই রাসেল মিয়া(২০)তার স্ত্রী নাজমিন নাহার(১৯)আব্দর রফিকের স্ত্রী সুপিয়া বেগম (৩৮) এবং আক্কেল আলীর পুত্র মান্না মিয়া(৫৪) একত্রিত হয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে গুরুত্বর আহত করে এবং স্বর্ণের চেইন ও আংটি ছিনিয়ে নেয় যার আনুমানিক মূল ৯০ হাজার টাকা। এসম তার চিৎকারে তার মা লায়লা আহমেদ (৪৫) ও তার ছোট বোন ফাহারিয়া আক্তার তিশা (১৪) বাঁচাতে আসলে তাদেন কে বেদম মারপিট করে গুরুত্বর আহত করে। এছাড়াও প্রতিবেশি মা-মেয়ে চিৎকার শুনে তাদের কে বাঁচতে গেলে তাদেরকেও মারপিট করে আহত করে। আহত দের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।ওসি আব্দুল লতিফ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন