প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

আত্রাই মহান মে দিবস উদযাপন উপলক্ষে শোক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

পারভেজ গাদ্দাফী,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
“দুনিয়ার মজদুর এক হও এক হও”এই স্লোগানকে সামনে রেখে, নওগাঁর আত্রাইয়ে ১লা মে ২০২৫ বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে।মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।দিন ব্যাপী বিভিন্ন ধরনের আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। সকাল ৮.০০ঘটিকায় পতাকা উত্তোলন মাধ্যমে অনুষ্ঠানের শুরু করা হয়।সকাল ৮:১৫ মিনিটে শোক র‍্যালির আয়োজন করা হয়।র‍্যালিটি আত্রাই উপজেলা গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আত্রাই মোল্লা আজাদ সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়।তারপর শ্রমিকদের স্মরণে শুরু হয় আলোচনা।অনুষ্ঠানটি দুপুর ২.০০আপ্যায়নের মাধ্যমে শেষ হয.আত্রাই ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি মাজেদুর রহমানের সভাপতিত্বে, সাবেক প্রতিষ্ঠাতা উপদেষ্টা আত্রাই ইমারত শ্রমিক ইউনিয়ন মোরশেদ আলম পল্টুর উপস্থাপনায়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি আত্রাই উপজেলা বিএনপি ও যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি এস.এম রেজাউল ইসলাম রেজু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ শাহাবুদ্দিন।সাধারণ সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি ও প্রধান উপদেষ্টা অত্র সংগঠন তসলিম উদ্দিন। সাংগঠনিক সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি আবু বক্কর সিদ্দিক।সাংগঠনিক সম্পাদক আত্রাই উপজেলা বিএনপি ও উপদেষ্টা অত্র সংগঠন কামরুল হাসান সাগর।যুগ্ন আহ্বায়ক আত্রাই উপজেলা যুবদল পারভেজ ইকবাল। যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী যুবদল আশরাফুল ইসলাম লিটন। সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল আত্রাই উপজেলা মোতালেব হোসেন মোতা। সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল আত্রাই উপজেলা কামাল হোসেন।আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা ও সদস্য বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে, রেজাউল ইসলাম রেজু, ১লা মে, বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস। শ্রমিকদের ন্যায্য অধিকার, কাজের উপযুক্ত পরিবেশ ও মজুরির দাবিতে এক শতাব্দীরও বেশি সময় আগে শুরু হওয়া এই আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে আয়োজিত হয়েছে বিভিন্ন কর্মসূচি।১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে আন্দোলন করেন। তাঁদের সে সময়কার সংগ্রাম ও আত্মত্যাগের স্মরণেই প্রতি বছর বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়ে আসছে।আজকের দিনটি শুধু একটি তারিখ নয়, এটি শ্রমিকের রক্ত-ঘামে লেখা ইতিহাসের প্রতিচ্ছবি।তাঁরা যারা প্রতিদিন আমাদের জীবনের স্বপ্ন নির্মাণ করেন — তাঁদের সম্মানে মাথা নত করি।আসুন, শ্রদ্ধা জানাই সকল শ্রমিক ভাই-বোনকে, সম্মান করি শ্রমকে।”শ্রমিকের সম্মান, দেশের সম্মান।”উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন,১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি সকল শ্রমিকের প্রতি,যাঁদের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ ও সমাজ।আমরা প্রতিশ্রুতিবদ্ধ, শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় পাশে থাকবো সবসময়।শ্রমিকের সম্মান নিশ্চিত করাই উন্নয়নের চাবিকাঠি।শ্রমিক নেতারা বলেন,বাংলাদেশেও দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।সকালে শ্রমিক সংগঠনের উদ্যোগে শোক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়।
পহেলা মে আজ শুধু ছুটির দিন নয়, এটি শ্রমিক শ্রেণির শতবর্ষের দাবি, সংগ্রাম ও অর্জনের প্রতীক। এদিনের মূল বার্তা—“শ্রমের মর্যাদা দাও, ন্যায্য অধিকার নিশ্চিত করো”—আজও সমান প্রাসঙ্গিক।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন