
লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের অভিযানকালে এস.আই আশিস সূত্রধর, এ.এস.আই মোঃ ইকবাল হোসাইন ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ৩০/০৪/২০২৫ ইং তারিখ,সকাল ১০ টা .০৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ৩নং মোগড়া ইউপিস্থ, নিলাখাদ মোগড়া হাইস্কুলের পুকুরের দক্ষিণে মোগড়া টু কর্নেলবাজার গামী পাকা রাস্তার ষ্টীল ব্রীজের পূর্ব পাশে পাকা রাস্তার উপর হইতে ১৬৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ নারায়ন দেবনাথ(৩৮), পিতা-হরিপদ দেবনাথ, মাতা-মৃত সুধা রানী দেবনাথ, সাং-ঠাকুরবাড়ী(সারদা মাঠের পাশে), ইউপি-দূর্গাপুর, থানা-কতোয়ালী, জেলা-কুমিল্লা, বর্তমানে সাং-রাধানগর দাসপাড়া(খোরশেদ ডাক্তারের বাড়ীর পাশে), আখাউড়া পৌরসভা, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে ।