
পারভেজ গাদ্দাফী,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আবারও প্রমাণ করল যে, তারা শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং জনগণের পাশে দাঁড়ানো এক মানবিক শক্তির নাম।
অনেক কৃষক শ্রমিক সংকট ও আর্থিক দুরবস্থার কারণে সময়মতো ধান কাটতে পারছিলেন না। এ অবস্থায় ছাত্রদলের নেতাকর্মীরা নিজ উদ্যোগে মাঠে নেমে ধান কেটে কৃষকদের সহায়তা করছেন।এ সময় তারা কৃষকের মাঝে বিনামূল্যে টি-শার্ট বিতরণ করেন।২৯এপ্রিল মঙ্গলবার সকাল থেকে আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের কয়েরা গ্রামের অন্তত তিন জন দরিদ্র ও শারীরিকভাবে অক্ষম কৃষকের ধান কেটে ঘরে তুলে দেন মোল্লা আজাদ সরকারি কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই কার্যক্রমে অংশ নেন,সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সভাপতি পদপ্রার্থী মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদল রিফাত হাসান।সাধারণ সম্পাদক কালিকাপুর ইউনিয়ন ছাত্রদল এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোল্লা সরকারি কলেজ ছাত্রদল সাজু মৃধা।সাবেক সদস্য সচিব মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদল কাউসার মাহমুদ রিঙ্কু।সদস্য আত্রাই থানা ছাত্রদল সাখাওয়াত হোসেন শুভ। সিনিয়র সহ-সভাপতি আহসানগঞ্জ ইউনিয়ন ছাত্রদল মো: ইলিয়াস।ছাত্রদলের নেতা রিফাত হাসান বলেন, “আমরা রাজনীতি করি জনগণের জন্য। অসহায় কৃষকদের কষ্ট আমরা মেনে নিতে পারি না। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্যধান কাটা সহায়তা পাওয়া কৃষক ফরিদ বলেন, “আমার শারীরিক অসুস্থতার কারণে আমার ১৫ কাঠা জমির ধান কাটতে পারছিলাম না। ছাত্রদলের ছেলেরা যেভাবে সাহায্য করেছে, তা কখনো ভুলব না।এই উদ্যোগে স্থানীয় এলাকাবাসীও সন্তোষ প্রকাশ করেছেন এবং ছাত্রদলের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ছাএদলের নেতৃবৃন্দ।