প্রকাশের সময়: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

আখাউড়ায় থানা পুলিশের অভিযানে ২ ডাকাত ও ইয়াবা সহ গ্রেফতার ৩

প্রকাশের সময়: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া অভিযানকালে এস.আই মোঃ জাকির হোসেন, এ.টি.আই মোঃ মাজহারুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ একটি বিশেষ টিম আখাউড়া থানাধীন ধরখার পুলিশ ফাঁড়ী তন্তর বাজার এলাকায় অভিযান করাকালীন সময়ে ২৭/০৪/২০২৫ ইং তারিখ, রাত ০১.৪০ ঘটিকার সময় ডাকাতি প্রস্তুতি কালে ১। মোঃ ফাহাদ(৩২), পিতা-মৃত হাসান আলী, মাতা-হাফেজা বেগম, সাং-আহরন্দ, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। রাফিকুল(২৮), পিতা-মৃত সাঈদ মিয়া, মাতা-মনোয়ারা বেগম, সাং-ভাটামাথা, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে অভিযান করিয়া গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, ২৭/০৪/২০২৫ ইং তারিখ, রাত ০১.৪০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ২নং ধরখার ইউপিস্থ, তন্তর বাসস্ট্যান্ডের অনুমান ৫০০ গজ উত্তরে কবরস্থান সংলগ্ন ভাঙ্গা ব্রীজের সামনে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে রোডের উপর ডাকাতির জন্য উপরোক্ত আসামীদ্বয় সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া ডাকাতি প্রস্তুতিকালে পুলিশের উপিস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া আসামীদের ফেলে যাওয়া ০১। ০১(এক) টি টিপ ফোল্ডিং ছুরি, ০২। ০১(এক) টি কালো টিপ ফোল্ডিং ছুরি, ০৩। ০১ ষ্টিলের হাতলযুক্ত চাইনিজ কুড়াল, ০৪। ০১(এক) টি বাঁশের হাতলযুক্ত বড় হাতুরি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়।

অপর অভিযানকালে এস.আই মোঃ জহিরুল হক, এ.এস.আই মোঃ ইকবাল হোসাইন ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৬/০৫/২০২৫ ইং তারিখ, ২২.৩০ ঘটিকার সময় মাদকদ্রব্য ১৯৫০(এক হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ আব্দুল্লাহ(৩২), পিতা-মোঃ মঙ্গল মিয়া, মাতা-জরিনা খাতুন, সাং-শিবনগর(মধ্যপাড়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন