
লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানকালে এস.আই মোঃ মমিন হোসেন সঙ্গীয় অফিসার এ.এস.আই মোঃ জহিরুল ইসলাম, এ.এস.আই ধীমান বড়ুয়া, এ.এস.আই(নিরস্ত্র) মোঃ আনিছুর রহমান, এ.এস.আই মোঃ কামরুল হাসান ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম ইং-২৩/০৪/২০২৫ তারিখ, সকাল ০৭.১০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ৪নং আখাউড়া উত্তর ইউপিস্থ, আমোদাবাদ ডাউনের সামনে আবু কালাম মিয়ার পরিত্যক্ত বাড়ির দুইচালা টিনের ঘরের সামনে উঠান হইতে মাদকদ্রব্য ১৪ কেজি গাঁজা সহ মোঃ রানা মিয়া(২০), পিতা-মোঃ টিটু মিয়া, মাতা-মৃত আফিয়া বেগম, সাং-আমোদাবাদ, ইউপি-আখাউড়া উত্তর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তাকে হাতে নাতে গাজা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।
অপর অভিযানকালে এসআই মোঃ মমিন হোসেন, এসআই সুমন কান্তি দে, এসআই আশিষ সূত্রধর, এএসআই মোঃ আলতাফ হোসেন, এএসআই হিমন আহমেদ ও সঙ্গীয় ফোর্স সহ জিআর-৪৪৫/১৯(আখাউড়া) এর ১ বছর ৩ মাস সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী ০১। মোঃ সুমন মিয়া, পিতা-মৃত মন্নাফ সুবেদার, সাং-আমোদাবাদ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। সিআর নং-১৯৩/২৫ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ০২। আঃ রহমান, পিতা-আবু ছায়েদ, সাং- আদিলপুর, থানা- আখাউড়া, জেলা -ব্রাহ্মণবাড়িয়া। পাঃ ডিঃ মামলা নং-০৭/২০ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ০৩। মোঃ ইকরাম হোসেন খাঁন আরিফ, পিতা-মৃত রৌশন খাঁন, সাং-দেবগ্রাম, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। সিআর-৩০৭/২৪(আমলী) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী এবং আখাউড়া থানার মামলা নং-১৯, জিআর-১১১/২৫, তাং-১২/০৪/২০২৫ ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর এজাহার নামীয় আসামী ০৪। শিমুল মিয়া(৩০), পিতা-শাহজাহান ভূইয়া, সাং-মালদারপাড়া, আখাউড়া পৌরসভা, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, জিআর-৪৯৭/২০এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ০৫। মোঃ দুলাল মিয়া, পিতা- মোঃ ইসহাক মিয়া, সাং-জাঙ্গাল, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে অভিযান করিয়া গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামী গণ কে আদালতে প্রেরন করা হয়েছে।