প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৪ মে, ২০২৫

আখাউড়া থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৯ আসামী গ্রেফতার!

প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের অভিযানকালে এসআই সুমন কান্তি দে, এসআই আশিষ সূত্রধর, এসআই মোঃ নজরুল ইসলাম, এএসআই মোঃ জহিরুল ইসলাম, এএসআই ধীমান বড়ুয়া, এএসআই মোঃ কামরুল ইসলাম, এএসআই মোঃ ইকবাল হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ বিমান বন্দর থানার মামলা নং-২৩(১০)১৯ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০১। হাসান মিয়া, পিতা-মোতালীব, সাং-আজমপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। নরসিংদী থানার মামলা নং-১৪(৭)০৯ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০২। মোঃ শামছুল হক, পিতা-মৃত আব্দুর রাজ্জাক, সাং-নারয়ণপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। মামলা নং-৫(৩)২৪ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ০৩। মোঃ আবু কালাম, পিতা-মৃত ধনু মিয়া, সাং-নুরপুর(পশ্চিম পাড়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। জিআর-৩৬৫/২২ এর ০১ বছর ০৬ মাস সাজাপ্রাপ্ত আসামী ০৪। মোঃ ইমরান ভূইয়া, পিতা-মৃত মাজিদুর রহমান, সাং-ভবানীপুর, থানা-আখাউড়া,জেলা-ব্রাহ্মণবাড়িয়া।জিআর-১৯৮/২২, সিজেএম ৭৮০/২২ এর ০১ বছর ৬ মাস সশ্রম সাজাপ্রাপ্ত আসামী ৫। মোঃ মোস্তাকিম,পিতা-মোর্শেদ মিয়া, সাং-তারাগন(মধ্যপাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। জিআর-৩৭৯/১৯ এর ওয়ারেন্টভুক্ত আসামী ৬। নিপা বেগম, স্বামী-দুধ মিয়া, সাং-ছোট কুড়িপাইকা, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। ৭। ময়না বেগম, স্বামী-মিশুক মিয়া, সাং-মালদারপাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, জিআর-৮৯২/১৭ এর ওয়ারেন্টভুক্ত আসামী ৮। রতন মিয়া, পিতা-মৃত আঃ লতিফ ভূঁইয়া, সাং-আখাউড়া কলেজপাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। জিআর- ৩৩৮/২২ এর ওয়ারেন্টভুক্ত আসামী ৯। বাদল আহমদ খান, পিতা-মৃত জামসেদ আহমেদ খান, সাং-দেবগ্রাম, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে অভিযান করিয়া গ্রেফতার করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন