
মোঃ সোহানুর রহমান সিয়াম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন নিশ্চিত করতে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
সকাল থেকে তিনি মোকামতলা উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং শিবগঞ্জ মাদ্রাসাসহ একাধিক পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন।পরিদর্শনকালে জেলা প্রশাসক পরীক্ষার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং কেন্দ্রের ব্যবস্থাপনা বিষয়ে খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থী ও কর্তব্যরত শিক্ষক-কর্মকর্তাদের সাথে কথাও বলেন এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুন নাহার, শিবগঞ্জ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবে রফিক এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন,“পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সার্বক্ষণিক তদারকি করছি। কোনও ধরনের অনিয়ম সহ্য করা হবে না।উল্লেখ্য, চলমান এসএসসি পরীক্ষায় শিবগঞ্জ উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ব্যাপক প্রস্তুতির মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা হয়েছে।জেলা প্রশাসনের এ ধরনের তদারকি শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।