
লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল অদ্য ২১ এপ্রিল ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ০২:৩০ ঘটিকায় আখাউড়া থানাধীন আমোদাবাদ কোদালিয়া খাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০১ বোতল ফেনসিডিলসহ ০৩ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মোঃ শরীফ উদ্দিন মুন্না (২৫), পিতা- মোঃ দেলোয়ার মিয়া, সাং- পূর্ব পাইকপাড়া, ২। নাদিম আহমেদ নাদিম নুর (২৪), পিতা- মৃত আব্দুল নুর, সাং- ঙ্খয়াসার পশ্চিম পাইকপাড়া এবং ৩। মোঃ নাদিম মিয়া (২৫), পিতা- ফারুক মিয়া, সাং- ফুলবাড়িয়া, সর্ব থানা- সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।