প্রকাশের সময়: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২৫ মে, ২০২৫

আখাউড়ায় দেশি অস্ত্র সহ ডাকাতি প্রস্তুতিকালে এক ডাকাত গ্রেফতার

প্রকাশের সময়: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের অভিযান কালে এস.আই(নিঃ) আশিস সূত্রধর, এ.এস.আই মোঃ আলতাব হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ রাত্রিকালীন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মোবাইল-৮ ডিউটি করা কালে ১২/০৪/২০২৫ ইং তারিখ, রাত ০২.৫৫ ঘটিকার সময় দেবগ্রাম এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে যে, দেবগ্রাম-নয়াদিল ব্রীজের পাশে ১০/১২ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহন পূর্বক সমবেত হইয়া ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহন করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১২/০৪/২০২৫ ইং তারিখ, রাত ৩টা.০৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ৩নং মোগড়া ইউপিস্থ, দেবগ্রাম-নয়াদিল ব্রীজের পাকা রাস্তার উপর ডাকাতির জন্য দেশীয় অস্ত্রশস্ত্র সহ নিয়া প্রস্তুতি কালে ডাকাত দলের আমিনুল ইসলাম প্রকাশ তোফায়েল প্রকাশ তুফান(৩১), পিতা-জামশেদ মিয়া, সাং-টানোয়াপাড়া(মোগড়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তাকে হাতে নাতে গ্রেফতার করে এবং পলাতক আসামীরা দৌড়াইয়া পালানোর কালে তাহাদের হেফাজত থাকা ঘটনাস্থলে ছড়ানো ছিটানো অবস্থায় ফেলে যাওয়া ১। ০১ টি কাঠের বাটযুক্ত লোহার ধারালো দা, ২। ০১ টি লোহার তৈরি ধারালো দা, ৩। ০১ টি কুড়াল, ৪। ০১ টি কাঠের বাটযুক্ত ধারালো ছুরি, ৫। ০১ টি চিকন বাঁশের তৈরি লাঠি(রুল), ৬। ০১ টি চারকোণা বিশিষ্ট কাঠ সহ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ডাকাতি প্রস্তুতি ঘটনা সংক্রান্তে আমিনুল ইসলাম প্রকাশ তোফায়েল প্রকাশ তুফান সহ অজ্ঞাতনামা ৫/৭ জনের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়। থানার রেকর্ডপত্র যাচাই করিয়া দেখা যায় যে, উক্ত আসামীদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, দস্যুতা সহ একাধিক মামলা আছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন