প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্র পরিদর্শনে ইউএনও

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলার নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়, দামগাড়া ফাজিল মাদ্রাসা, কালিশ পুনাইল হামিদীয়া ফাজিল মাদ্রাসা, ওমরপুর সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। এবার নন্দীগ্রাম উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোমোট ১৪১৬ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করেছে। এর মধ্যে অনুপস্থিত পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৩৩জন। নন্দীগ্রামের প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু। এসময় বিভিন্ন কেন্দ্রের সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিন পরীক্ষা চলাকালীন সময়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা লক্ষ করা যায়নি। উপজেলার সবগুলো কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন