
হাসানুজ্জামান,চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুনিয়াচাঁদপুর
মাদ্রাসার সুপার মাওলানা সামসুল আলম ট্রাক্টরের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার মোক্তারপুর গ্রামের মাঠে অবস্থিত রেড-২ ইট ভাটার সন্নিকটে ঘটে এ দুর্ঘটনা।
নিহত মাওলানা সামসুল আলম উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত. নিছার উদ্দিন মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পথচারীরা জানান, নিজ কর্মস্থল কুনিয়াচাঁদপুর মাদ্রাসা থেকে মোটরসাইকেল যোগে মাওলানা সামসুল সাহেব বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে দুপুর ১টার দিকে তিনি মোক্তারপুর রেড-২ ইট ভাটার কাছে পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক্টর তাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দিলে ট্রাক্টরের চাকার নিচে পড়ে পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
দামুড়হুদা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির ঘটনায় সত্যতা নিশ্চিত করে দৈনিক লাখোকণ্ঠকে জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।