প্রকাশের সময়: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২৫ মে, ২০২৫

করতোয়ার নদীর পাড়ে টিএমএসএসের গ্লাস ফ্যাক্টরি উচ্ছেদ অবৈধ স্থাপনায় অভিযান চালান যৌথ বাহিনী

প্রকাশের সময়: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

রাসেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার:
৯ এপ্রিল ২০২৫, বুধবার—বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় করতোয়া নদীর কোলঘেঁষা সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা হয়েছিল একটি গ্লাস ফ্যাক্টরি। প্রতিষ্ঠানটির মালিকানা ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর অধীনে। দীর্ঘদিন ধরে নদীর পার দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় আজ প্রশাসনের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।জেলা প্রশাসনের একটি বিশেষ দল নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করে। এই সময় পুলিশের পাশাপাশি র‌্যাব ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনী অভিযান কাজে সহায়তা করে। অভিযান চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, সরকারি খাস জমিতে অনুমতি ছাড়া টিএমএসএস কর্তৃক গ্লাস ফ্যাক্টরি নির্মাণ সম্পূর্ণ অবৈধ। জনস্বার্থ, নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নদীর ধারে দখল হওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। উচ্ছেদের ফলে করতোয়ার স্বাভাবিক গতি ও পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব হবে।উল্লেখ্য, টিএমএসএস কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসন সূত্র জানায়, ভবিষ্যতে সরকারি জমি দখল করে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন