
জহির রায়হান,কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের নির্দেশনায় ঈদ পরবর্তী পুনর্মিলনী উপলক্ষে রংপুরের কাউনিয়ার মীরবাগ কলেজ হলরুমে এক জমজমাট ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।৬ এপ্রিল রবিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মীরবাগ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইদুর হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি সুয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আফতাবুজ্জামান সুজন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকাশ, কাউনিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তৌফিক, সদস্য সচিব জাহাঙ্গীর আলম আপেল, যুগ্ম আহ্বায়ক জাহিদ, আশরাফুল ও মাসুম।এসময় কাউনিয়া কলেজ, হারাগাছ কলেজসহ উপজেলার আওতাধীন ৬টি ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তারা তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।