প্রকাশের সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ রবিবার , ২৫ মে, ২০২৫

আখাউড়ায় পরোয়ানাভুক্ত ৪ আসামী গ্রেফতার!

প্রকাশের সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া অভিযানকালে এসআই মোঃ জহিরুল হক, এসআই আশিষ সূত্রধর, এএসআই ধীমান বড়ুয়া, এএসআই মাঈন উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জিআর-৫৫/১৯ এর ০১ বছর সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী ০১। মোঃ আমির হোসেন(৪৯), পিতা-মৃত ফুল মিয়া, সাং-নয়াদিল, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

জিআর-২৮৬/২১ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০২। হাসান মিয়া(১৯), পিতা-মোঃ শাহ আলম মিয়া, সাং-নয়াদিল, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

সিআর-৩৬২/২৪ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০৩। মোঃ আনিছুর রহমান মাসুম খান, পিতা-মোঃ হাবিবুর রহমান খান, মাতা-নাজমা বেগম, সাং-আড়াইবাড়ী, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, নারী ও শিশু মামলা নং-০৯/২০২০ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০৪। মোঃ আল আমিন, পিতা-মোঃ বাহার মোল্লা, সাং-দরুইন, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে অভিযান করিয়া গ্রেফতার করা হয়। ৭/৪/২০২৫ ইং

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন