প্রকাশের সময়: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

রংপুরে ফরম পূরণ করেও প্রবেশপত্র পায়নি ৭৩ এসএসসি পরীক্ষার্থী

প্রকাশের সময়: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

শিউলি আক্তার শিলা,বিশেষ প্রতিনিধি,রংপুরঃ
রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের পালিচড়া এমএন উচ্চ বিদ্যালয়ের ৭৩ জন এসএসসি পরীক্ষার্থী ফরম পূরণ করেও প্রবেশপত্র পায়নি। সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল ইসলাম ফরম পূরণের সময় প্রবেশপত্রের টাকা নিলেও বর্তমান প্রধান শিক্ষক আমিনুর রহমানকে তা হস্তান্তর না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে গতকাল শনিবার দুপুর ১২টায় ভুক্তভোগী শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে মানববন্ধন করেছে।গতকাল তামান্না নামে এক শিক্ষার্থী বলে, ‘আমরা যখন ফরম পূরণ করি তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন রেজাউল স্যার। তিনি আমাদের কাছ থেকে প্রবেশপত্রের জন্য ২৫০০ টাকা করে নিয়েছেন। পরীক্ষার আর ৫ দিন বাকি রয়েছে, কিন্তু এখনো আমরা প্রবেশপত্র হাতে পাইনি।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, রেজাউল সাহেব প্রধান শিক্ষক থাকাকালে শিক্ষার্থীদের কাছে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের টাকা নিয়েছেন কিন্তু তা বোর্ডে জমা না করায় প্রবেশপত্র আনতে পারছি না।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেব।অভিযুক্ত শিক্ষক রেজাউল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া গেছে, গত ১১ মার্চ আমিনুর রহমানকে দায়িত্ব বুঝিয়ে দেন তৎকালীন প্রধান শিক্ষক রেজাউল ইসলাম।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন