
মোঃ মেরাজুল ইসলাম মেরাজ,রংপুর অফিসঃ
বিভাগীয় শহর রংপুর থেকে প্রকাশিত তথ্য মন্ত্রণালয়ের আবেদনকৃত আলোকিত পত্রিকা ও আলোকিত টিভি (অনলাইন) ৫ম বছর পেরিয়ে ৬ষ্ট বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত।বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর থেকে রংপুর পাবলিক লাইব্রেরি (টাউন হলে) তে রংপুর বিভাগের সকল প্রতিনিধিগনকে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।আলোকিত পত্রিকা ও আলোকিত টিভি (অনলাইন) এর নির্বাহী সম্পাদক মোঃ সুমন মিয়ার সভাপতিত্বে ও স্বর শৈলী আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রতিনিধি ও শিক্ষক মেহেদী মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, বাংলার চোখের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ তানভীর হোসেন আশরাফী, রংপুর মহানগর যুবদলের ওয়াহেদ মুরাদ, জনপ্রিয় অভিনেতা মালু দেওয়ান, এসএ টিভি মাল্টিমিডিয়ার হাসান আল সাকিব, রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের রোস্তম আলী, ২ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো: রোকনুজ্জামান রোকন, ডিএক্সএনের মোছা: রাজিয়া সুলতানা নাজু, রওশন তারেক, মো: মেরাজ, রিয়াজুল সহ আলোকিত পরিবারের সদস্যরা।আলোকিত পত্রিকা ও আলোকিত টিভি (অনলাইন) এর প্রকাশক মোঃ আফ্ফান হোসাইন আজমীর বলেন, সব ধরনের ভয়-ভীতি ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে জাতির সামনে সত্য তুলে ধরাই সাংবাদিকের প্রকৃত দায়িত্ব ও দেশপ্রেম তাই “যারা এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার সাহস রাখেনা, তাদের জন্য অন্তত সাংবাদিকতা পেশা নয়। সাংবাদিকরা হলেন জাতির বিবেক।আর সাংবাদিকতা মানেই দেশপ্রেম। এই মূলমন্ত্র হৃদয়ে ধারণ করেই সাংবাদিকদের কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ, নির্ভীক এবং সম্পূর্ণ সত্য প্রকাশে প্রতিনিধিদের অবিচল থাকার আহবান জানান।অনুষ্ঠানে অতিথিরা বলেন, আলোকিত পত্রিকা ও আলোকিত টিভি (অনলাইন) সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জুলাইয়ে গণ-অভ্যুত্থানের কঠিন দিনগুলোয় সাহস, সততা ও বস্তুনিষ্ঠতার পরিচয় দিয়েছে, আমরা আলোকিত পত্রিকা ও আলোকিত টিভি (অনলাইন) এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।