প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল বগুড়া জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল বগুড়া জেলা শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল গতকাল মঙ্গলবার বিকেলে শহরের স্টেশন রোডস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি জিয়া পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ হিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি। এছাড়া সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মোফাজ্জল হোসেন, শরিফুর রহমান, নীরেশ চন্দ্র ভৌমিক, শাহ নেওয়াজ নয়ন, সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, খায়রুল হাসান কমল, একেএম ওয়াকিল আহম্মেদ আব্দুল মোমিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম, আহসান হাবিব, মোস্তাকুল মোর্শেদ, শাখাওয়াত হোসেন, সহ-সভাপতি জিয়াউর রহমান, আবুল কাশেম, ড. আব্দুল করিম, ছানাউল ইসলাম, জিয়াবুল হক, শাহ আলম, মোছাদ্দেক হোসেন, আব্দুল হান্নান প্রমুখ।এছাড়া অনুষ্ঠানে সোনাতলা উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, দুপচাঁচিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।এ সময় বক্তারা জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং রমজানের শিক্ষা গ্রহণ করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন