প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, প্রশাসক নিয়োগ

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে বাহাগিলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিফটনের বিরুদ্ধে অনিয়মের দূর্নীতির অভিযোগ আনায় ইউপি কার্যালয়ে আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৫ মার্চ)দুপুরে জেলা প্রশাসক নায়িরুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেনকে সেখানে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আদেশে বলা হয়, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের বাস্তবতায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছি। ইউনিয়ন পরিষদের কার্যক্রম জটিলতা নিরসনে ও জনগণের সেবা নিশ্চিতে সেখানে প্রশাসক নিয়োগ করা হলো।

জানা যায়, বাহাগিলি ইউনিয়ন পরিষদের ১০ জন সদস‍্যের যৌথ স্বাক্ষরে গত তারিখ জাপা মনোনীত চেয়ারম‍্যান সুজাউদ্দৌলা লিপটনের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ করে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।করে তারা সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেন। পরে সেখানে একজনকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন