
রিপন হোসাইন ইমন,কুড়িগ্রাম প্রতিনিধি:
শনিবার ২২ মার্চ দুপুর ২টায় দাদা মোড় সংলগ্ন আলমাস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির যৌথ কর্মী সভার আয়োজন করা হয়,জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এর সভাপতিত্বে, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এর সঞালনায়, পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব তাসভীর উল ইসলাম – চেয়ারপারসনের ফরেন এ্যাডভাইজারি কমিটির সদস্য, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইফুর রহমান রানা- সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, বক্তব্য রাখেন শফিকুল ইসলাম বেবু- যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি কুড়িগ্রাম, ওমর ফারুক- সদস্য জেলা বিএনপি কুড়িগ্রাম, আবু বক্কর-সদস্য জেলা বিএনপি কুড়িগ্রাম,ডা:মোহাম্মদ ইউনুস-সদস্য জেলা বিএনপি কুড়িগ্রাম,যৌথ কর্মী সভায় আরও বক্তব্য কুড়িগ্রাম জেলা বিএনপি এবং অঙ্গ ও সহোযোগি সংগঠনের অন্যান্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মী বৃন্দ,যৌথ কর্মীসভা শেষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।