প্রকাশের সময়: শনিবার, ২২ মার্চ, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৪ মে, ২০২৫

নওগাঁর আত্রাইয় চার্জার ভ্যানসহ আটক

প্রকাশের সময়: শনিবার, ২২ মার্চ, ২০২৫

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাই থানা পুলিশের অভিযানে বগুড়ার সান্তাহার থেকে তিনজন ভ্যান চোরকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে দুটি চোরাই অটো চার্জার ভ্যান উদ্ধার করেছে।
জানা যায়,গত বুধবার আত্রাই উপজেলার মহাদিঘী গ্রাম এলাকা থেকে ভ্যানগুলো চুরি হয়। পুলিশের অভিযান নামলে, বগুড়ার সান্তাহার এলাকা থেকে ভ্যানগুলো সহ তিনজন চোরকে আটক করেছেন পুলিশ।
আটককৃতরা হলেন, বগুড়ার সান্তাহার এলাকার উথরাইল গ্রামের শেখ মোহাম্মদের ছেলে আবু বক্কর, সান্তাহার চকসাবাদ গ্রামের আব্দুল জলিলের ছেলে নান্টু দেওয়ান এবং নওগাঁ সদর উপজেলার ভবানীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরসহ উদ্ধার করা হয় চুরি হওয়া দুটি অটো চার্জার ভ্যান। আটককৃতদের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা দায়ের করে, তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন