প্রকাশের সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৪ মে, ২০২৫

শিবগঞ্জে অবৈধ ইটভাটাগুলো ভেঙে ফেলা’র পরেও আবারও নির্মাণ, প্রশাসন নীরব

প্রকাশের সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রশাসনের অভিযানে অবৈধ ইট ভাটাগুলো ভেঙে দেওয়ার পরেও আবারও পুনরায় নির্মাণ ও ইট পোড়ানো কার্যক্রম শুরু করেছে।

গত মার্চে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শিবগঞ্জ উপজেলার অবৈধ ইট ভাটাগুলোতে অভিযান চালানো হয়। এই অভিযানে উপজেলার মোকামতলার বিহারপুর এএসবি ব্রিকস, চন্ডিহারা এলাকার এইচএমবি ব্রিকসসহ জেলার বেশ কয়েকটি ইটভাটার অবৈধ ফিক্সড চিমনি ভেঙে দেওয়া হয় এবং জরিমানা আদায় করা হয়। অভিযানের কিছুদিন পরই এসব ভাটার মালিকরা পুনরায় চিমনি নির্মাণ করে ইট পোড়ানো শুরু করেছেন। এতে করে পরিবেশ দূষণসহ স্থানীয় বাসিন্দারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন