প্রকাশের সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৪ মে, ২০২৫

আখাউড়ায় এসআই স্বপন কুমার ভৌমিক এর অভিযানে, বিপুল পরিমাণ দেশি অস্ত্র সহ, সিজান গ্রেফতার!

প্রকাশের সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় এস.আই স্বপন কুমার ভৌমিক সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ মোবাইল ডিউটি করা কালে ২০/০৩/২০২৫ ইং তারিখ, সকাল ১১.৫০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন নারায়নপুর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আখাউড়া স্থলবন্দর চেকপোষ্টের সামনে রাস্তায় স্থানীয় লোকজন অস্ত্রশস্ত্র সহ ০১ জন লোককে আটক করে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ২০/০৩/২০২৫ ইং তারিখ, ১২.০৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ০৫নং দক্ষিণ ইউপিস্থ, কালিকাপুর আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোষ্ট এর সামনে রাস্তার উপর পৌছিয়া দেখতে পায় যে, অনুমান ৩০/৪০ জন স্থানীয় লোকজন বিভিন্ন দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র সহ ০১ জন লোক আটক করে। তখন স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করিয়া জানা যায় যে, অজ্ঞাতনামা ১০/১১ জন আসামী বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র সহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া স্থানীয় লোকজন দেখতে পাইয়া ডাক চিৎকার করিয়া লোক জড়ো করিয়া তাদেরকে ধাওয়া করিলে উক্ত আসামীরা তাহাদের হেফাজতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র ফেলে বিভিন্ন দিকে দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে স্থানীয় লোকজনের সহায়তায় আসামী সিজান(২৪), পিতা-মনির সরকার, মাতা-ডলি, সাং-রাধানগর, বর্তমানে-কলেজপাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তাকে আটক করেন এবং অপরাপর আসামীরা দেশীয় তৈরী অস্ত্র রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে আসামীদের ফেলে যাওয়া ০১। ০২ টি রামদা, ০২। ০২ টি ছোরা, ০৩। ০১ টি চার কোনা বিশিষ্ট এসএস পাইপ, ০৪। ০২ টি ফোল্ডিং ব্যানার ছোরা, ০৫। ০১ টি ষ্টিলের কুড়াল, ০৬। ০১ টি কাঁটা তার যুক্ত জিআই পাইপ, ০৭। ০১ টি লোহার পাইপ এর লোহার পেডেল যুক্ত কুড়াল, ০৮। ০১ টি ষ্টিলের পাইপ এর লোহার পেডেল যুক্ত কুড়াল উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার পূর্ব পরিচিত এক বন্ধু তার স্ত্রীকে নিয়ে ফেইসবুকে লেখালেখি করায় সে ক্ষিপ্ত হইয়া অজ্ঞাতনামা ৭/৮ জন আসামী সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া আক্রমণের উদ্দেশ্যে ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন টের পাইয়া তাহাকে আটক করে এবং অন্যান্যরা পালিয়ে যায়। ধৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামীগন জব্দকৃত উল্লেখিত অস্ত্রশস্ত্র আইন ভঙ্গ করিয়া অসৎ উদ্দেশ্যে নিজেদের দখল, হেফাজত রাখার অপরাধে এসআই স্বপন কুমার ভৌমিক বাদী হয়ে থানায় এজাহার দায়ের করিলে আখাউড়া থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। আসামী সিজান এর বিরুদ্ধে দস্যুতা মামলা সহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন