প্রকাশের সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

প্রভাব খাটিয়ে আওয়ামীলীগের ২ নেতা দখলে নিল ৮ কোটি টাকার ২টি প্রতিষ্ঠান ॥ বিচার চেয়ে দ্বারে দ্বারে এমডি

প্রকাশের সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

প্রভাব খাটিয়ে আওয়ামীলীগের ২ নেতা দখল করে নিল প্রায় ৮ কোটি টাকার জেনারেল এগ্রোভিট ও অগ্রগামী এগ্রো ইন্ডাস্ট্রিজ নামের ২টি প্রতিষ্ঠান।  মারপিট করে বের করে দেওয়া হয়েছে প্রতিষ্টানের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাকিব কে। তিনি গতকাল বুধবার দুপুর ১টার দিকে ভেড়ামারায় সাংবাদিক সম্মেলনে এ দাবী করেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত অভিযোগ এনে জেনারেল এগ্রোভিট প্রতিষ্টানের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাকিব বলেন, ২০১৭ সালে ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ’র জামাতা রফিকুল ইসলাম বাবুকে সাথে নিয়ে জেনারেল এগ্রোভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান গড়ে তুলি। প্রায় ২বছর ব্যবসা পরিচালনার পর ২০১৯ সালে আরো একটি প্রতিষ্টান গড়ে তোলা হয়। নাম দেন অগ্রগামী এগ্রো ইন্ডাষ্টিজ। সে সময় আরেক আওয়ামীলীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ মেহের আলী কে ব্যবসার পার্টনার নেন। ৩ জনের মধ্যে চুক্তি হয় সমান অংশীদারের। তিনি ছিলেন, জেনারেল এগ্রোভেট লিমিটেড এর এমডি এবং অগ্রগামী এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান। ফিশারিজ এবং ফিসারিস ম্যানেজমেন্ট এ মাস্টার্স বিএসসি (অনার্স) করা সাকিব আরো জানান, মেধা আর পরিশ্রম দিয়ে দ্রুত প্রতিষ্ঠান দুটোকে সাফল্যের দিকে নিয়ে যায়। প্রতিষ্ঠানের সম্পদের পরিমান হয়ে ওঠে প্রায় ৮ কোটি টাকা। এমন অবস্থায় ওই দুই পার্টনার ষড়যন্ত্র করে তার শ^শুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুস সামাদের সরাসরি হস্তক্ষেপে ২০২৩ সালের মে মাসে প্রতিষ্টানের ভিতরেই আমাকে হত্যার উদ্দ্যেশে মারপিট করে। জোরপূর্বক প্রতিষ্ঠান থেকে বের করে দেয়। ওই সময় ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করলেও আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে তাও বানচাল করে দেওয়া হয়। আমাকে শূন্য হাতে বের করে দেয়।  ভেড়ামারা থানায় এক সালিসে আমাকে নগদ ৭০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব করা হলে আমি সেই প্রস্তাবে রাজী হয়নি। তিনি বলেন, ব্যবসা ছেড়ে আসতে হলেও চুক্তি অনুযায়ী আমি ২ কোটি ৫০ লক্ষ টাকা পাওনাদার হই। এসময় আওয়ামীলীগের ওই গ্যাং প্রভাব খাটিয়ে আমার কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্প ও বিভিন্ন কাগজপত্র স্বাক্ষর করিয়ে নেয়। এ বিষয়ে কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালতে ২ পার্টনার, তার সহযোগী আব্দুস সামাদ চেয়ারম্যান ও মোকাদ্দেস হোসেন ঝন্টুকে আসামি করে একটি সিআর মামলা দায়ের করেছি।তিনি সাংবাদিক সম্মেলনে আরও বলেন, সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা চেয়ে আমি ন্যায় বিচার দাবী প্রত্যাশা করছি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন