প্রকাশের সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৪ মে, ২০২৫

আখাউড়ায় ছিনতাইকারি ফারুক ৪ লক্ষ টাকা সহ গ্রেফতার!

প্রকাশের সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানার মনিয়ন্দ জয়পুর গ্রামে জমি বিক্রি সংক্রান্তে ১৮/০৩/২০২৫ ইং তারিখ, সকাল অনুমান ৯টা.৩০ ঘটিকার সময় শরীফা বেগম(৪৫), পিতা-নুরুল হক, স্বামী-মৃত আব্দুল হাসিম, সাং-শিবনগর, ইউপি-মনিয়ন্দ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। জমি বিক্রি বাবদ অগ্রিম ৪, লক্ষ) টাকা বুঝিয়া নিয়া একটি পুরাতন লুঙ্গিতে পেঁচাইয়া একটি সাদা শপিং ব্যাগের ভিতরে নিয়া অটোরিক্সা যোগে শিবনগর গ্রামে তাহার পিত্রালয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। আখাউড়া থানাধীন ০১নং মনিয়ন্দ ইউপিস্থ, ধর্মনগর কর্মমঠ বাজারের অনুমান ৪০০ গজ পূর্ব পাশে পুকুরের সামনে পাকা রাস্তার উপর পৌঁছা মাত্র ০১ টি সিএনজি অটোর সামনে আসিয়া অটো রিক্সা থামায় এবং সিএনজি থেকে ০৩ জন আসামী হাতে ধারালো অস্ত্র সহ নেমে এসে শরীফা বেগম ও অন্যান্য যাত্রীদের ভয়ভীতি দেখাইয়া চুপ থাকার জন্য বলে। অতঃপর অজ্ঞাত আসামীরা শরীফা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার ভয়ভীতি দেখাইয়া তাহার নিকটে থাকা টাকা রক্ষিত ব্যাগ ছিনাইয়া নেওয়ার জন্য টানাটানি শুরু করে। টাকার ব্যাগ দিতে রাজী না হওয়ায় আসামীরা তাহাকে এলোপাথাড়ি কিল, ঘুষি মারিয়া এবং খুনের ভয়ভীতি দেখাইয়া জোর পূর্বক ৪, লক্ষ) টাকার ব্যাগটি ছিনাইয়া নিয়া দৌড়াইয়া ছিনতাই কারীরা সঙ্গে থাকা সিএনজিতে উঠিয়া সিএনজি যোগে গ্রামের ভিতরের দিকে চলে যায়। ছিনতাইকৃত ঘটনা সংক্রান্ত আখাউড়া থানা পুলিশকে অবহিত করিলে তাৎক্ষনিক এসআই আশিষ সূত্রধর সঙ্গীয় ফোর্স সহ ছিনতাইকৃত আসামী ও ছিনতাইকৃত টাকা উদ্ধার এর নিমিত্তে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে ঘটনার সময় স্থানীয় উপস্থিত লোকজনের সহায়তায় ১৮/০৩/২০২৫ ইং তারিখ, বিকাল অনুমান ০৩ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ০১নং মনিয়ন্দ ইউপিস্থ, ধর্মনগর ইসমাইল মিয়ার বাড়িতে যাইয়া ফারুক ভূইয়া(৩৫), পিতা-মৃত ধনু ভূঁইয়া, সাং-টনকী শিকারমোড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এর হেফাজত হইতে ছিনতাইকৃত ৪ লক্ষ) টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন। অটোরিক্সা পথরোধ করিয়া ছিনতাই এর ঘটনায় শরীফা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করিলে, আখাউড়া থানার মামলা নং-১৮, তারিখ-১৮/০৩/২০২৫ইং, ধারা-৩৯৪/৩২৩/৩২৪/৪১১ পেনাল কোড রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পেরন করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন