
প্রিয় শিক্ষক, সোহাগ গাজী
শিশু ক্লাসে ভর্তি যখন
হয়েছিলাম আমি,
তখন থেকে অনেক আদর
করিতেন তিনি।
পড়তে যখন না পাড়িতাম
দিতেন ভালোবাসা,
তিনি বলতেন পাড়বে বাছা
ছেড়ে দিও না আশা।
স্যারের ভালোবাসা পেয়ে
হয়েছি আমি ধন্য,
সবকিছু হয়েছে আমার
প্রিয় স্যারের জন্য।
স্যারের জন্য দোয়া করি
আল্লাহ রাখে যেন ভালো,
স্যারের দেওয়া শিক্ষাতেই
দেখবো আশার আলো।
শিক্ষক হলেন শ্রদ্ধার পাত্র
করেন পাঠদান,
সারা জীবন রেখে যাবো
তাদের মান সম্মান।