
লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয় আখাউড়া থানা পুলিশের অভিযানকালে এসআই স্বপন কুমার ভৌমিক, এএসআই(নিরস্ত্র) ধীমান বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানায় এলাকা হইতে নারী শিশু-২২/২০২৫, পি মামলা নং-২১১/২৪ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০১। সাদ্দাম হোসেন, পিতা-মোঃ আলমগীর, সাং-জাঙ্গাল(গঙ্গাসাগর) থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, সিএজএম ২৩৬/২১, জিআর-৩১৯/২০ এর ০২ বছর সশ্রম সাজাপ্রাপ্ত আসামী ০২। মোঃ কালু মিয়া, পিতা-মৃত তালেব মিয়া, সাং-রাজাপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে অভিযান করিয়া গ্রেফতার করা হয়।